শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জবি’র ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জবি সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষসম্মান শ্রেণীর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫০০০০১ থেকে ৫০১০৭১ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদালয়ের কলা ভবনে এবং ৫০১০৭২ থেকে ৫০২০২৭ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ভাষা শহীদ রফিক ভবনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১২০টি আসনের (সংগীত বিভাগ-৪০, চারুকলা বিভাগ-৪০ এবং নাট্যকলা বিভাগ-৪০) বিপরীতে ২০২৭ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। এদিকে গতকাল কলা ও আইইআর এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর ১৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা চলাকালে হল পরির্দশন করেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। এসময় তিনি বলেন, কেউ জালিয়াতির চেষ্টা করে তবে আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করেছি, তাহলে তাকে সাথে সাথে সাজা প্রদান করা হবে। এবার ‘বি’ ইউনিটের ৬৭০টি আসনের (মানবিক-৪১৪, বিজ্ঞান-১৫১, বাণিজ্য ও অন্যান্য-১০৫) বিপরীতে ৩৬ হাজার ২২৫ জন ভর্তিচ্ছু আবেদন করে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্ব›দ্বী প্রায় ৫৪ জন। পরীক্ষার্থীকে পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনতে দেয়া হয়নি। পরীক্ষার্থীদের পোশাকের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়।হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ আগেই দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য করা হয়েছে। তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হয়েছে ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন