বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সিলিমপুর এলাকায় পিজিসিবির ১ লাখ ৩২ হাজার ভোল্টের একটি তার নেসকো লি. এর ৪০০ ভোল্টের তারের উপর ঝুলে পড়ায় শর্টসার্কিটের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এরফলে তাৎক্ষণিক সিলিমপুর উত্তরপাড়া এলাকার শতাধিক বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান, ইলেট্রিক মোটরসহ সকল ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানান, এতে তাদের প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নেসকো লি. এর ডিভিশন-৩ এর সহকারী প্রকৌশলী জানান, গত শনিবার বেলা ১২টার দিকে ঐ তার আংশিকভাবে ঝুলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করা হয় । কিন্তু সন্ধ্যার পর পুনরায় একই ভাবে ওই তার ঝুলে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন