বগুড়া শহরতলীর ফুলতলা পল্লীর আদর্শ গ্রামে প্রতিবেশির ধাক্কায় প্রাণ গেল ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও সাবেক নৌবাহিনী কর্মকর্তা তালেবুজ্জামানের। রোববার সন্ধ্যায় সংঘঠিত এই ঘটনার বিবরন দিয়ে প্রতিবেশিরা জানায় , নিহত তালেবুজ্জামানের বাড়ি সংলগ্ন শফিকুলের পরিবারের ঝগড়া হয় সীমানা প্রাচির নির্মানের বিরোধকে কেন্দ্র করে ।
ঝগড়ার জেরে শফিকুলের ছেলে রাকিবুল হাসান রিফাত (১৬) এর ধাক্কায় মাটিতে পড়ে মারাত্মক আঘাতে আহত হন মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর সাবেক সদস্য তালেবুজ্জামান (৭০) । তাকে ধরাধরি করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে রোববার রাতে মারা যান তিনি।
ঘটনা প্রসঙ্গে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত রিফাতকে আটক করে থানায় রাখা হয়েছে । বাদি পক্ষ মামলা করলে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন