শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীর সোনাইমুড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ, রক্ত দিলেন ওসি-এসআই, আটক-২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১:৪২ পিএম

সোনাইমুড়ী উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন দশম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৬)। ঘটনায় অভিযুক্ত যুবক শরিফুল ইসলাম নূরসহ (২৬) দুইজনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ধর্ষিতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে সোনাইমুড়ী বাজারের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। আটককৃত শরিফুল ইসলাম নূর চাটখিল উপজেলার নোয়াপাড় গ্রামের বাসিন্দা। অপর ব্যক্তি হোটেলের ম্যানেজার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে শরিফুল ইসলাম নূর ও ওই স্কুলছাত্রী সোনাইমুড়ী বাজারের একটি আবাসিক হোটেলে উঠে। রাত সাড়ে ৯টার দিকে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় সোনাইমুড়ীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে প্রেরণ করে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাতে সোনাইমুড়ী থানার ওসি ও একজন এসআই তাকে দুই ব্যাগ রক্ত দেন। বর্তমানে সে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মো. আব্দুল আজিম জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রাত থেকে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো আছে।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে সোনাইমুড়ী নদনা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম নূরকে আটক করা হয়েছে। রাতেই ওই হোটেল থেকে ম্যানেজারকে আটক করা হয়। ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
আবুল কালাম আজাদ ২৮ জুন, ২০২১, ২:৩৬ পিএম says : 0
এই মেয়ে নিজের ইচ্ছায় গেছেন আবাসিক হোটেলে, কেনো গেলো, এই মেয়ে, সে নিশ্চয়ই যান্ত হোটেলে নিয়ে তাকে কি করা হবে, সব জেনে সুনেও কেনো গেলো, যেমন কর্ম তেমন ফল,
Total Reply(0)
মোঃ+দুলাল+মিয়া ২৮ জুন, ২০২১, ৩:২৩ পিএম says : 0
কে সেই ঐ দুই কুকুরের বাচচা এদের কে দাড়া করাইয়া ফায়ারিং করা হউক।নোয়াখালীর বদনাম। সোনাইমুড়ি থানাকে নোয়াখালী থেকে কাটিয়ে অন্য জেলায় দেওয়া হউক। পায় সময় সোনাইমুড়ির বদনাম দেখি।আমাদের মান ইজ্জতের বেপার।নোয়াখালীর বদনাম হতে দেওয়া যায় না,বিষয়টি নোয়াখালীর জনগণের দৃষ্টি আকর্ষণ করছি,পয়োজনীয় বেবসতা করা হউক।
Total Reply(0)
মোঃ+দুলাল+মিয়া ২৮ জুন, ২০২১, ৩:২৩ পিএম says : 0
............. এদের কে দাড়া করাইয়া ফায়ারিং করা হউক।নোয়াখালীর বদনাম। সোনাইমুড়ি থানাকে নোয়াখালী থেকে কাটিয়ে অন্য জেলায় দেওয়া হউক। পায় সময় সোনাইমুড়ির বদনাম দেখি।আমাদের মান ইজ্জতের বেপার।নোয়াখালীর বদনাম হতে দেওয়া যায় না,বিষয়টি নোয়াখালীর জনগণের দৃষ্টি আকর্ষণ করছি,পয়োজনীয় বেবসতা করা হউক।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন