শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে ফার্মেসিগুলোতে ‘নাপা’ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৪:২১ পিএম

যশোরে ফার্মেসির পর ফার্মেসি ঘুরে পাওয়া যাচ্ছে না অতি-পরিচিতি ‘নাপা’ ট্যাবলেট। জেলায় ঘরে ঘরে জ্বর-সর্দি বেড়ে যাওয়ায় চিকিৎসকের কাছে গেলেই পরামর্শ দিচ্ছেন প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনের। সাথে অনেকের শরীর ব্যথা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক দোকানে নাপা তো পাওয়া যাচ্ছেই না সাথে সঙ্কট দেখা দিয়েছে ব্যথানাশক ওষুধেরও।

ওষুধের প্রয়োজনে প্রতিদিন যশোর জেনারেল হাসপাতালের সামনে ফার্মেসিগুলোতে আনাগোনা থাকে রোগী ও স্বজনদের। ভাইরাল জ্বরের মৌসুম হওয়ায় এই সময়ে বিক্রিও থাকে বেশ। বাজারে বিভিন্ন কোম্পানির নানা নামের প্যারাসিটামল থাকলেও লোকজন হুমড়ি খেয়ে পড়ছে শুধু নাপা ট্যাবলেটের ওপর।
দোকানীরা বলছেন, একই গোত্রের অন্য ওষুধ থাকলেও রোগীদের শুধু নাপা ট্যাবলেটই পছন্দ। চাহিদা বেড়ে যাওয়ায় তাই দেখা দিয়েছে সংকট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন