শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কঠোর লকডাউনে সাধারণ ছুটি থাকবে না : মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৫:৩৩ পিএম | আপডেট : ৮:৪৩ পিএম, ২৮ জুন, ২০২১

আগামী ১-৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন চলাকালে সাধারণ ছুটি থাকবে না। তবে নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউন আর রেস্ট্রিকশনের মধ্যে কিছু পার্থক্য আছে। লকডাউন মানে টোটাল ক্লোজ করতে হয়, কিন্তু টোটাল ক্লোজ করে দিলে তো পারবেন না। অনেক কিছুই খোলা রাখতে হয়।

তাহলে লকডাউন বা শাটডাউন কিছুই নয়, নিষেধাজ্ঞা কী না জানতে চাইলে তিনি বলেন, দেখা যাক, আমরা এটিকে কী শব্দ বলি। তবে মিনিমাম নিষেধাজ্ঞা আরকি। ১ তারিখ ভোর ৬টা থেকে ৭ তারিখ রাত ১২টা পর্যন্ত স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। খুবই স্ট্রিক্ট ভিউতে, কারণ চারটি জেলার সঙ্গে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা করে দেখেছি। সেখানে বিভাগীয় কমিশনার, ডিসি, ডিআইজি, এসপি, সিভিল সার্জন, পরিচালক, জনপ্রতিনিধি, মেয়র, উপজেলা চেয়ারম্যান সবাই ছিলেন। সবারই বক্তব্য এবং সেখানে গ্রাফিক প্রেজেন্টেশন তাতে দেখা যাচ্ছে যে, দেশের একটা বড় অংশ অরেঞ্জ, রেড বা ব্রাউন হয়ে যাচ্ছে। সুতরাং এখন আমাদের বিধিনিষেধ আরোপ করা ছাড়া উপায় নেই।

মুভমেন্ট পাস বিষয়ে তিনি বলেন, এবার মুভমেন্ট পাস থাকবে না। কেউ বের হতে পারবে না, পরিষ্কার কথা। যারা জরুরি কাজের সঙ্গে জড়িত তারা চলাচল করবে। দাফন-কাফনের কাজ করা যাবে। কোনো রোগী নিয়ে হাসপাতালে যাবেন সেটা যেতে পারবেন।

কঠোর বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত জানিয়ে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Md Sohel Rana ২৮ জুন, ২০২১, ৬:৫১ পিএম says : 0
লকডাউন মানুষকে কষ্ট বেশি দিচ্ছে, দরকার সচেতনতা গড়ে তোলা মাক্স ব্যাবহার জুরুরি, টিকা ও টেস্ট করানো
Total Reply(0)
Ashik Rahman Sagor ২৮ জুন, ২০২১, ৮:৩৪ পিএম says : 0
প্রথমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেন
Total Reply(0)
Azna BI ২৮ জুন, ২০২১, ৮:৩৫ পিএম says : 0
লকডাউন চাইনা আমাদের কাজ করার পরিবেশ তৈরি করুন নয়তো আমরা পরিবার নিয়ে না খেয়ে মরে যাব
Total Reply(0)
Yashir Arafat Rana ২৮ জুন, ২০২১, ৮:৩৫ পিএম says : 0
সব তথাকথিত শব্দ - লকডাউন, শাটডাউন, সীমিত পরিসর, মুভমেন্ট পাস নিয়ে চলাফেরা। বড়লোকদের আরাম-আয়েশে থাকার উত্তম উপায়, খেটে খাওয়া মানুষদের চিন্তা কে করবে?
Total Reply(0)
মোঃ কায়েম বি.এসসি ২৮ জুন, ২০২১, ৮:৩৫ পিএম says : 0
এদের বিধি নিষেধ শুধুমাত্র গরিব মানুষের জন্য!!
Total Reply(0)
Md Nurul Abedin Faruk ২৮ জুন, ২০২১, ৮:৩৭ পিএম says : 0
কি খোলা রাখতে চান সেটা পরিষ্কারভাবে জানালে ভাল হয়।
Total Reply(0)
পুষ্প ২৮ জুন, ২০২১, ৯:৩১ পিএম says : 0
এইসব খেলা খেলে কি মজা পান। নিজের মায়া কি নিজের কাছে বেশি না অপরের কাছে বেশি? আল্লাহ জুলুমের বিচার করবেন।
Total Reply(0)
পুষ্প ২৮ জুন, ২০২১, ৯:৩১ পিএম says : 0
এইসব খেলা খেলে কি মজা পান। নিজের মায়া কি নিজের কাছে বেশি না অপরের কাছে বেশি? আল্লাহ জুলুমের বিচার করবেন।
Total Reply(0)
Billal Hosen ২৯ জুন, ২০২১, ৯:০০ এএম says : 0
আল্লাহ জুলুমের বিচার করবেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন