রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশসহ ছয় দেশের ফ্লাইট বন্ধ করলো তুরস্ক

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ৭:৫৫ পিএম | আপডেট : ৯:০৬ পিএম, ২৯ জুন, ২০২১

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশসহ ছয়টি দেশের ফ্লাইট বন্ধ করে দিয়েছে তুরস্ক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে ফ্লাইট এবং সমস্ত সরাসরি ভ্রমণ সোমবার থেকে বন্ধ করার ঘোষণা দিয়েছে তুরস্ক।

এছাড়া অন্যান্য দেশ থেকে আগত যাত্রী যারা গত ১৪ দিনের মধ্যে ওই ছয় দেশের যেকোনটিতে ছিলেন, তাদের জন্যও এখন নতুন ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। প্রথমত: তারা তুরস্কে আসার আগে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হয়েছেন এমন প্রমাণ দেখাতে হবে এবং তারপর অবশ্যই তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন