পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার প্রাণকেন্দ্রে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ২৭ বিঘা পতিত সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভাবে ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। বৃটিশ ও পাকিস্তান আমলে এই সম্পত্তির ওপর সরকারী ইটের ভাটা ছিল। ১৯৯৫ সাল পর্যন্ত এখানে কয়েক লাখ ইট মওজুদ করা ছিল। পরবর্তীতে কতিপয় অসাধু লোকজন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজশে সব ইট আত্মসাৎ করে। বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ এই স্থানে যে কোন ধরনের স্থাপনা নির্মাণ নিষেধ করে একটি সাইন বোর্ড লাগিয়ে দিলেও কতিপয় ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে এখানে অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে। এগুলো জমি দখলের পাঁয়তারার একটি অংশ। ইতোমধ্যে ১৩টি বসতির অবস্থান লক্ষ্য করা গেছে। এ ছাড়াও কয়েকজনকে অবৈধভাবে খড়ের পালা, গোয়াল ঘর ও একচালা ঘর তুলে এ সম্পত্তি দখল নিতে দেখা যায়। এ ব্যাপারে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেকুজ্জামানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জায়গার বিষয়টি স্বীকার করলেও বেদখলের বিষয়ে কিছু জানাতে পারেননি সাংবাদিকদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন