চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দরিদ্রতা জয়ের একমাত্র বাহন শিক্ষা। একজন সুশিক্ষিত যুবক দেশ ও জাতির সম্পদ। তিনি বলেন, সার্টিফিকেট অর্জন করা সহজ, কিন্তু প্রকৃত মানুষ হওয়া অনেকটা কঠিন। গতকাল (শনিবার) নগরীর পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিকেলে হালিশহর মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা নিয়ে যারা প্রকৃত মানুষ হবে তারাই দেশের সম্পদ হিসেবে পরিগণিত হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শতভাগ ফলাফল অর্জনের লক্ষ্যে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের ওপর নতুন তলা, বাউন্ডারি ওয়াল নির্মাণ, খালি জায়গায় জাইকার অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন সেন্টারসহ শিক্ষা কার্যক্রমের জন্য ভবন নির্মাণ করা হবে। তিনি আশা করেন, সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নীতি-নৈতিকতাসম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছে।
সকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম এবং বিকেলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, কাউন্সিলর মিসেস জেসমিন খানম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির হারুন উর রশিদ, এম রেজাউল করিম কায়সার। স্বাগত বক্তব্য রাখেন মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমেধ তাপস বড়–য়া, পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান।
উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ, চসিকের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সালাউদ্দিন, সামসুদ্দিন খালেদ সেলিম, সাইফুদ্দিন খালেদ বাহার, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ উভয় স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। পরে মেয়র কৃতী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন