তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশিদের মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন। ইন্টারন্যাশনাল অরগানিজেশন ফর মাইগ্রেশন (আইএমও) বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে। এসব বাংলাদেশিকে বহন করা প্লেন বুধবার তিউনিসিয়া ছাড়ার পর বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পৌঁছায়।
জানা গেছে, আইওএম ও বাংলাদেশ সরকারে যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।
ভূমধ্যসাগর থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। দেশে ফেরার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সময় আইওএমের পক্ষ থেকে তাদের খাবার, আবাসনসহ দেওয়া হয় নানা ধরনের সহায়তা। এছাড়া দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার যাতায়াত খরচও দিয়ে দেওয়া হয়েছে তাদের।
এসব বাংলাদেশিকে ফেরাতে তিউনিসিয়ার সরকারসহ লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে আইওএম। সূত্র : এএফপি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন