শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে স্ত্রীসহ স্বামীকে জুতা ও লাঠিপেটা

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যসহ তার সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে এক গৃহবধূসহ তার স্বামীকে জুতা ও লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় গৃহবধূর সঙ্গে থাকা ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় ঘটে এ ঘটনা।
জানা যায়, উপজেলার গুতিয়াবো এলাকার শাহিনুর মিয়ার মেয়ে সানজিদা ইয়াছমিনের সঙ্গে কাঞ্চন এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে আব্দুল্লা মোল্লার বিয়ে হয়। গুতিয়াবো এলাকার ইউপি সদস্য মোরশেদ কয়েক মাস ধরে বিভিন্ন ভাবে সানজিদা ইয়াছমিনকে কুপ্রস্তাব দিয়ে আসছে। মোরশেদের প্রস্তাব প্রত্যাখান করায় ওই গৃহবধূকে হুমকি-ধমকি দিয়ে আসছে। গত ৬ দিন আগে বাবার বাড়ি গুতিয়াবোতে বেড়াতে আসেন সানজিদা ইয়াছমিনসহ তার স্বামী আব্দুল্লাহ মোল্লা। গতকাল শনিবার বিকেলে অটোরিকশা যোগে সানজিদার দাদার বাড়ি মধুখালী এলাকায় যাচ্ছিলেন তারা স্বামী-স্ত্রী। মধুখালী এলাকায় পৌঁছামাত্র ইউপি সদস্য মোরশেদ, সহযোগী পারভেজসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সানজিদা ইয়াছমিন ও তার স্বামী আব্দুল্লাহ মোল্লার পথ গতিরোধ করে। এক পর্যায়ে প্রকাশ্যে দিবালোকে তাদের স্বামী-স্ত্রীকে জুতা ও লাঠিপেটা করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হুমকি-ধমকি দেয়া হয়। ভয়ে কেউ প্রতিবাদ করেননি। এক পর্যায়ে সানজিদা ও আব্দুল্লাহ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। এসময় সানজিদার সঙ্গে থাকা ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলেও অভিযোগ করেন নির্যাতিতরা। পরে তারা স্বামী-স্ত্রী মধুখালী এলাকার দাদার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে গিয়ে দাদা আবুল হোসেনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন সানজিদা ইয়াছমিন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মোরশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রকার মন্তব্য না করে তার স্ত্রী আলেমা বেগম রিতুর সঙ্গে কথা বলতে বলেন। আলেমা বেগম রিতু বলেন, আমার স্বামী মোরশেদকে বিভিন্ন সময় মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয় সানজিদা ইয়াছমিন। এসব বিষয়ে জিজ্ঞাস করতে গেলে উল্টো আমাদের ওপর হামলা চালায় তারা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন