সিলেট অফিস : বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে ৮ হাজার ৫০০ জন পুরুষ এবং ১ হাজার ৫০০ জন নারীসহ সর্বমোট ১০ হাজার জন প্রার্থীকে বাছাই করা হবে। বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে সিলেট জেলায় ১৭৫ জন পুরুষ এবং ৩১ জন নারীসহ সর্বমোট ২০৬ জন প্রার্থীকে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিলেট জেলা পুলিশ লাইন্স-এ প্রয়োজনীয় কাগজপত্রদিসহ উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
সাধারণ/অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩১ আগস্ট ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ হতে ২০ বছর এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর বয়স হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তানের ক্ষেত্রে ১৮ হতে ২০ বছর বয়স হতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন