মাদকাশক্ত পুত্রের ইটের আঘাতে মৃত্যু হলো কলেজ শিক্ষক পিতার। চিরিরবন্দর ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত ৩টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামে। নিহত শিক্ষক চিরিরবন্দর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ এমদাদুল হক (৫৬)
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গভীররাতে নেশা করার বিষয়টি টের পেয়ে ছেলের ঘরে যেয়ে বাধা দেয়ার চেষ্টা করে। এসময় মাদকাশক্ত ছেলে রেজোয়ান হোসেন (২৫) ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে বাবার মাথায় আঘাত করতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের পর দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার সকাল ১১ টায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। তাৎক্ষনিকভাবে রেজোয়ান পালিয়ে গেলেও এলাকার মানুষের সহযোগিতায় চিরিরবন্দর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষক হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন