শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

ভূমধ্যসাগরে উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি ১২ জন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৯:৪২ এএম

ইউরোপে পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়ার উপকূলবর্তী শহর জারজিসে নৌকাডুবির কবলে পড়া যে ৮৪ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে ১২ জন বাংলাদেশি।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ৪৬ জন সুদানি, ১৬ জন ইরিত্রিয়ান, ১২ জন বাংলাদেশি ও পাঁচজন মিশরীয়। তাদের বয়স তিন থেকে ৪০ এর মধ্যে। তবে নিখোঁজদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারকৃতদের জারজিস বন্দরে স্থানান্তর করা হয়েছে৷ তিউনেসিয়ার দক্ষিণে আশ্রয় কেন্দ্রগুলো এরইমধ্যে অভিবাসীতে পরিপূর্ণ হয়ে গেছে।

এর আগে ২৪ জুন তিউনিসিয়ার কোস্ট গার্ড সদস্যরা একটি ডুবন্ত নৌকা থেকে ২৬৭ অভিবাসীকে উদ্ধার করেন৷ এরমধ্যে ২৬৪ জনই ছিলেন বাংলাদেশি৷

সাম্প্রতিক সময়ে লিবিয়া ও তিউনিসিয়া থেকে সমুদ্রপথে যাত্রার প্রবণতা বেড়েছে৷ বিভিন্ন দেশের নাগরিকরা ইউরোপে আশ্রয়ের উদ্দেশ্যে এই ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে নিচ্ছেন৷

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচশ জনেরও বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন