শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামগতিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার- ৮

রামগতি (লক্ষ্মীপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১:৫৩ পিএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামী ও মদ-জুয়াসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত মামলার ৮ জন কে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,জহিরুল ইসলাম (৩১) মোঃ সাহাব উদ্দিন (৫২)মোঃ মেহরাজ উদ্দীন (২৭) মোঃ হোরন (৪৩) মোঃ মমিন উল্যাহ (৪৫) মোঃ হারুন (৪০) মোঃ আকরাম (৩০) মোঃ মাঈন উদ্দিন (৫০)।
এদেরকে উপজেলার চরপোড়াগাছা,চররমিজ ও চরবাদাম ইউনিয়নের চরকলাকোপা ও কমলনগর উপজেলার চরকাদিরা ও চরঠিকা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোলায়মান বলেন,নারী ও শিশু নির্যাতন মামলা ও মদ-গাঁজা জুয়া সহ বিভিন্ন মামলার পলাতক আসামী তারা।রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেন। সোমবার গ্রেফতারকৃতদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন