স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম ও মুসলমানের দুর্দিন চলছে। মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে পশুত্বকে গ্রহণ করছে। ফলে পিতা সন্তানকে, সন্তান পিতা-মাতাকে হত্যা করছে। সর্বত্র অরাজকতা বাড়ছে। তিনি বলেন, মুসলমান অধ্যুষিত দেশে হিন্দুয়ানী কালচার শুরু হয়ে গেছে। এধরণের হিন্দুয়ানী অপসংস্কৃতি রুখে দিতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, নৈতিকতা বিবর্জিত তৌহিদী জনতার সেন্টিমেন্টকে পাশ কাটিয়ে একতরফাভাবে শিক্ষানীতি ও শিক্ষাআইন চূড়ান্তসহ পাঠ্যপুস্তক ছাপার ব্যবস্থার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার বিতর্কিত সিলেবাস সংশোধন করা ছাড়া নতুন বছরের বই বিতরণের চেষ্টা করলে কারোর জন্যই মঙ্গল হবে না।গতকাল সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারস্থ কিচেন মার্কেটের সামনে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মদ ওয়ালীউল্লাহ, হাফেজ মাওলানা খলিলুর রহমান, আম্বরশাহ জামে মসজিদের খতীব মাওলানা মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন দেওয়ান আরিফুল ইসলাম ফারুক, হাজী শাহ মোঃ কামাল মানিক, হাজী লোকমান হোসেন, মোঃ জহিরুল ইসলাম। সম্মেলন পরিচালনা করেন মোঃ ইলিয়াস হোসাইন।
পীর সাহেব চরমোনাই বলেন, মানুষের যদি প্রকৃত আদর্শ শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ না থাকে তাহলে মানুষ কোনো অন্যায়কে অন্যায় বলে মনে করে না। সরকার যদি এর প্রতি গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা না গ্রহণ করে তাহলে একদিন চরম মুল্য দিতে হবে। তাই দেশের স্বার্থে এসব দুষ্ট চক্রকে ধ্বংস করা সরকারের একান্ত দায়িত্ব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন