কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেল সুপার নেছার আলমকে মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলা সাখাওয়াত হোসেন বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেন। ওসি মনিরুল ইসলাম বলেন, গতকাল সকাল ১১টায় জামায়াত ইসলামীর ৪ নেতাকে ফাঁসি দেয়ায় প্রতিশোধ হিসেবে জেল সুপার নেছার আলমকে মোবাইলের ম্যাসেজের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। এই ব্যাপারে জেল সুপার নেছার আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল ১১টায় আমার মোবাইল ফোনে অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয়। তাতে বলা হয়েছে জামায়াতের ৪ নেতাকে ফাঁসি দেয়ার কারণে তাকে হত্যা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন