কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে আটক করে।
আটককৃতরা হলেন- চরবাখইল গ্রামের রাহেন আলী (৪৬), বজরুখ বাখইল গ্রামের মোবারক হোসেন (৪৫), খোর্দ্দ বাখইল গ্রামের আবদুল আজিজ (৪৫), কুতুব উদ্দিন (৫২), ঝাউদিয়ার আজিম উদ্দিন (৫৬), হাতিয়ার শামীম (২০) ও চর বাখইল গ্রামের মাওলা।
ঘটনার পরদিন রোববারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ সুপার প্রলয় চিসিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে। ঘটনার পর রাতে পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান ঘটনাস্থল ঝাউদিয়ার মাছপাড়া পরিদর্শন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন