শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বালিয়াকান্দির গড়াই নদীর বাঁকে বাঁকে ভাঙ্গন

বালিয়াকান্দি(রাজবাড়ী)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ২:০৭ পিএম

চলতি বর্ষা মৌসুম শুরু হতে না হতেই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর বাঁকে বাঁকে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার মানুষ আতঙ্কে ঘরবাড়ী ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।
গত কয়েকদিনের ঘন বৃষ্টিতে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, বেড়েছে তীব্র ¯্রােতও। উজান থেকে আসা এ তীব্র খর¯্রােত উপজেলার নারুয়া মরাবিলা, জামসাপুর, কোনাগ্রাম, সোনাকান্দর, নারুয়া ও জঙ্গল ইউনিয়নের আগপোটরা. পাচ পোটরা, পুষআমলা ও সমাধিনগর গ্রামের নদীর পাড়ে আঘাত হানছে। বিশেষ করে গড়াই নদীর বাঁকে বাঁকে এ ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে। গত ৩ বছর যাবৎ পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট, স্থানীয় সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান নদী ভাঙ্গন প্রতিরোধে যথেষ্ট সক্রিয় ভূমিকা রাখছেন। এ বছর বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে নারুয়া ইউনিয়নের জামসাপুরে জিও ব্যাগে বালু ভরে ও জঙ্গল ইউনিয়নের পুষআমলা বেড়ীবাঁধ সংস্কার, পোটরা জিও ব্যাগে বালু ভরে নদীর ভাঙ্গন প্রতিরোধে কাজ করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট নারুয়া ইউনিয়নের জামসাপুর এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে দেড় কি.মি. বাঁশের বেড়া দিয়ে নদী শাসনের কাজ করে। পাইলট প্রকল্পের মাধ্যমে গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধ ও নাব্যতা বৃদ্ধির জন্য ২৫ ফুট লম্বা বাঁশের বেড়া, ১৩ ফুট মাটির নিচে ও ১২ ফুট মাটির উপরে রাখা হয়। এ কাজের ফলে নদী ভাঙ্গন প্রতিরোধ হয় ও বাঁশের বাঁধের অপর পাড়ে পলি ও বালিমাটি পড়ে ফসলী জমি বাড়ে। পরবর্তীতে নারুয়া খেয়া ঘাট (নারুয়া গ্রামে) এলাকায়ও অনুরূপ প্রকল্পের কাজ করা হয়।
জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের মৃত সন্তোস বিশ্বাসের ছেলে রমেন্দ্র নাথ বিশ্বাস ও অনিমা রাণী বিশ্বাস জানান, সমাধিনগর অর্যসংঘ বিদ্যামন্দিরের দানবীর কালিপদ বিশ্বাসের ভিঁটা থেকে তার বংশধর সহ ১০ টি পরিবার ইতোমধ্যেই বাড়ীঘর ছেড়ে অন্যত্র নিরাপদ অবস্থানে চলে গেছেন। তাদের প্রায় ২ একর জায়গাসহ ঘর বাড়ী নদী গর্ভে চলে গেছে। এবারের ভাঙ্গন আমাদের পূর্বপুরুষের ভিঁটা নিয়ে যাবে, এ আশঙ্কা করছি। আমরাও শীঘ্রয় নিরাপদ জায়গায় চলে যাবো।
ঠিকাদার মো. নায়েব আলী শেখ জানিয়েছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ বছর নদী ভাঙ্গন প্রতিরোধে ৫৯ লক্ষ টাকা ব্যয়ে বালু ও সিমেন্টের মিশ্রনে জিও ও ঘানি ব্যাগে ২১০ মিটারের কাজ করছি।
জঙ্গল ইউপি’র ৬ নং ওয়ার্ডের সদস্য মিলন কুমার মন্ডল জানিয়েছেন, নদী ভাঙ্গন প্রতিরোধে বেঁড়ী বাঁধ নির্মাণ ও জিও ব্যাগের যে কাজ চলছে, তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। ভাঙ্গন প্রতিরোধে আর কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি, নতুবা ক্ষয়ক্ষতি এড়ানো যাবে না।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসকে গড়াই নদীর পানি প্রবাহের পূর্ণাঙ্গ সমীক্ষা ও ভাঙ্গন প্রতিরোধের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন, গড়াই নদীর পানি প্রবাহের পূর্ণাঙ্গ সমীক্ষা হয়েছে কিনা আমার জানা নেই। আমার ইউনিয়নে গড়াই নদী ভাঙ্গনে মানুষ অসহায়ের মত সরকারের দিকে তাকিয়ে আছে। আমি মাননীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। এখন পর্যন্ত আমার ইউনিয়নের সামান্য বেঁড়ী বাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলা হচ্ছে। যা নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনের তুলনায় সামান্য। জরুরী ভিত্তিতে নদী শাসনে টেকসই ব্যবস্থা নেয়া না গেলে বড় ধাক্কা আসতে পারে। এতে শত শত পরিবার ক্ষতিগ্রস্থ হবে।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানিয়েছেন, নদী ভাঙ্গন প্রতিরোধে নদী পাড়ে জিও ব্যাগ ও বাঁশের বেড়ার কাজ চলছে। নদী ভাঙ্গন প্রতিরোধে টেকসই ব্যবস্থা সহ বড় প্রকল্প নেয়া প্রয়োজন বলে তিনি জানান।
পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়ার জামসাপুরে ৫৯ লক্ষ টাকা, পোটরায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ১৭৫ কেজি বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে। পুষআমলা বেঁড়ী বাঁধ ১৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, নারুয়া ও জঙ্গল ইউনিয়নের পুষআমলা পোটরা গড়াই নদীর ভাঙ্গন এলাকা বিভিন্ন সময় পরিদর্শন করাসহ রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি নদী ভাঙ্গন এলাকাতে বাঁশের ঁেবড়া ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জরুরী কাজের অংশ হিসেবে ভাঙ্গণ রোধে জিও ব্যাগে বালু ও সিমেন্ট মিশ্রণে কাজের ব্যবস্থা নিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জানিয়েছেন, উপজেলার নারুয়া ও জঙ্গল ইউনিয়নে গড়াই নদী পাড় যেভাবে ভাঙ্গণের সৃষ্টি হয়েছে তা বাঁশের বেঁড়া ও বালু ভর্তি জিও ব্যাগের ছোট খাটো প্রকল্পের কাজে এই ভাঙ্গণ প্রতিরোধ করা সম্ভব নয়। জরুরী ভিত্তিতে বড় প্রকল্পের মাধ্যমে ভাঙ্গণ রোধে যদি কতৃপক্ষ কাজ না করেন তা হলে নারুয়া বাজার ও সমাধিনগর বাজারসহ নদী পাড়ের বসবাসকারীদের বসত ভীঁটা নদী গর্ভে বিলিন হয়ে যাবে। জরুরী ভিত্তিতে কতৃপক্ষকে ভাঙ্গণ রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন