বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ:) এর মাজার সংলগ্ন দিঘীর অসুস্থ কুমিরের চিকিৎসা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের তত্ত্বাবধায়নে দিঘীর পূর্ব পাশের ঘাটে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
কুমিরটিকে সুস্থ করতে তাৎক্ষণিক ভাবে বেশ কিছু ওষুধ প্রয়োগ করা হয়। পর্যবেক্ষণের জন্য কুমিরটিকে আগামী দশ দিন দিঘী সংলগ্ন একটি বাড়িতে রাখা হবে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর বলেন, কুমিরটির চোয়ালের মাঝে যে ক্ষত ছিলো সেটি এখন নেই। তবে কুমিরটি একটি চোখে মোটেও দেখতে পাচ্ছে না। অন্য চোখটিতেও ঝাপসা দেখছে। তিনি আরো বলেন, কুমিরটি দেখে আমাদের কাছে মনে হয়েছে এটির বয়স অন্তত ৪০ থেকে ৫০ বছর।
খানজাহান আলী রহঃ এর মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, বেশ কিছুদিন ধরে কুমিরটি অসুস্থ ছিল। আমরা জেলা প্রশাসক, প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম। আজকে কুমিরটির চিকিৎসা শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন