শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম লকডাউনে ৭৫ যানবাহন আটক, ১৫৮ মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৯:৪৭ পিএম

চলমান সর্বাত্মক লকডাউনে বিধি নিষেধ অমান্য করে সড়কে বের হওয়ায় নগরীতে ৭৫টি যানবাহন আটক করেছে পুলিশ। পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে ১৫৮ যানবাহনের বিরুদ্ধে। বুধবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলমান অভিযানে এসব যানবাহন আটক করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, যারাই অকারণে যানবাহন নিয়ে সড়কে বের হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তবে জরুরি প্রয়োজনের আওয়াতাধীন যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে। আটক গাড়ির মধ্যে বাস,সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেল রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন