শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শত কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তিতুরকান্দি নামক এলাকা থেকে ওই তক্ষকটি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা বনকর্মকর্তা শেখ লিটন ও পৌর মেয়র সাইফুর রহমান সাইফারসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বিরল প্রাণিটিকে অবমুক্ত করেন। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান। এতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আলফাডাঙ্গার তিতুরকান্দির এলাকায় একটি বিরল প্রজাতির তক্ষক কেনাবেঁচা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তক্ষকসহ একটি ব্যাগ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এরপর পুলিশ তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন