বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রূপগঞ্জে অগ্নিকান্ড: নিহতরা ২৫ আহতরা পাবে ১০ হাজার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৬:০৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ এবং আহতরা পাবে ১০ হাজার টাকা।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী।

তিনি বলেন, পরিচয় শনাক্তের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। যারা আহত হয়েছেন তাদেরকে ১০ হাজার টাকা করে দেয়া হবে।
তিনি আরও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় লাশগুলো যেহেতু পুড়ে গেছে, তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। রূপগঞ্জের এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ৪৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Sheikh Ar ৯ জুলাই, ২০২১, ৬:৪৩ পিএম says : 0
কি আর বলব,বলার ভাষা হরিয়ে ফেলিছে,খুবই মর্মান্তিক ঘটনা।তবে এটা খুবই হাস্যকর বিষয় হল যে ১০ আর ২৫ হাজার টাকা দিয়ে এরা আসলে কী বুঝাতে চায়!
Total Reply(0)
Ashrful haque ৯ জুলাই, ২০২১, ১০:৩৮ পিএম says : 0
Ah
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন