শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১২:০১ এএম

আগামী ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। এতে লড়াই করবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সমর্থকদের মাঝে বেড়েই চলেছে উৎসাহ-উত্তেজনা। এমনকি ঘটেছে সংঘর্ষের ঘটনাও। তাই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ এই ম্যাচকে ঘিরে যে কোন ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে নিয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। গোয়েন্দা সূত্র জানিয়েছে, ১০ জুলাই রাত থেকে পুলিশের বিশেষ টিম বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে টহলে থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, চলমান করোনা পরিস্থিতিতে বিট পুলিশিংয়ের পাশাপাশি জেলায় পুলিশের ২৫টিরও অধিক বিশেষ টিম কাজ করছে। কোপা আমেরিকার খেলাকে ঘিরে সমর্থকরা যেন সংঘাতে জড়াতে না পারে সেজন্য বিশেষ টিমগুলো আরও বেশি তৎপর থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন