নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ায় র্যাব-৫ জোড়া খুন মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। র্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল রোববার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নসিমনে চড়ে সিংড়া থেকে পালানোর সময় উপজেলার বালুয়াবাসুয়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুর দেড়টার দিকে র্যাব-৫ এর নাটোর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গ্রেফতার দেখানো হয়। উপজেলার বড়গ্রাম এলাকার জায়েদ আলীর ছেলে শাহাদাত হোসেন, আব্দুল আজিজের ছেলে রুহুল আমীন ও বগুড়ার শাহাজানপুরের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মোতালেব ওরফে ভাগ্নে শামীমকে আটক করা হয়। চলতি বছরের ৪ আগস্ট রাতে সিংড়া উপজেলার চলনবিলের দুর্গম এলাকা হিসেবে পরিচিত ডাহিয়া ইউনিয়নের বরবাড়ী গ্রামে সাবেক ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন মোজা ও তার দুই ভাই মহসিন ও হাসানের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ধারলো অস্ত্র দিয়ে মোজাফ্ফর হোসেন মোজা ও তার ভাই হাসানকে হত্যা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন