শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৮:১৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে নিহত ৪৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (৯ জুলাই) রাত আটটা ৫০মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের দুই চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস ও ডা. দীপিকা রায় মর্গে প্রবেশ করেন। রাত ১১টায় ময়নাতদন্ত শেষ করে বেরিয়ে আসেন। তবে সাংবাদিকদের সঙ্গে তারা কোনো কথা বলেননি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ।
দুপুর তিনটার দিকে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে ৪৯টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সিআইডির ফরেনসিক বিভাগ মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছে। নিখোঁজ ১৯ জনের মরদেহ শনাক্তে ২৬ জন স্বজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ। 
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন