বরগুনা জেলা সংবাদদাতা : বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বরগুনা সদর থানায় ১৭ জন, পাথরঘাটা থানায় ১৮, আমতলীতে ৩০ ও তালতলী থানায় ৫ জন।
বরগুনা সদরে ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত সন্দেহভাজন ১৭ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গত কয়েকদিনের অভিযানে ৫৪ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, দু’টি চাপাতি, একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও বেশ কিছু অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, শুধু আমতলীতেই পরোয়ানাভুক্ত আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন