শরীয়তপুরে এক প্রতারক জ্বিনের বাদশাকে আটক করেছে পালং থানা পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে রোগী সংগ্রহ করে তাদের সাথে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুফতি সাইফুল ইসলাম ওরফে জ্বিন হুজুর যশোর জেলার বাসিন্দা। তিনি শরীয়তপুর পৌরসভার কোটাপাড়া এলাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করেন। পাশাপশি জ্বিনে ধরা রোগীদের চিকিৎসার নামে চেম্বার খুলে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন