বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে কিউভেইরাটি আনারস পাঠালেন ভারতের ত্রিপুরা রাজ্যর মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর পক্ষে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স এন্ড ট্যুরিজমের পরিচালক তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশি প্রতিনিধিদের কাছে আনারসগুলো তুলে দেন। এই সময় চট্টগ্রামে নিযুক্ত দ্বিতীয় সহকারী ভারতীয় হাইকমিশনার উদত ঝাঁ এগুলো গ্রহণ করেন। ৮০টি কার্টুনে করে ৩২০ পিস (৮০০ কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারাস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়। এ সময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশন দ্বিতীয় উদত ঝাঁ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সব সময়ই ভাল ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন