রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঈদে কঠোর বিধিনিষেধ শিথিল হচ্ছে

আজ না হলে কাল প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে আগামী ২১ জুলাই। এই অবস্থায় সরকারি ভাবে ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে। এরপর ঈদের সময়টায় বিধিনিষেধ শিথিল করা হচ্ছে কি না, সেটি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সোমবার না হলে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হতে পারেও বলে জানা গেছে।
গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, করোনার যে সংক্রমণ পরিস্থিতি, সেটি আমরা পর্যবেক্ষণ করছি। বিধিনিষেধ বাস্তবায়নের দিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। সংক্রমণ এবার এমনভাবে ছড়িয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক। আগামী (১৪ জুলাইয়ের) পরের সময়ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এ সংক্রমণ কমাতে চাই, তাহলে এ প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে বিভিন্ন পর্যায়ে। যেহেতু ঈদ এবং কোরবানির হাট আছে। এ দুটিকে কীভাবে করলে সংক্রমণটি নিয়ন্ত্রণ করতে পারব, সেটিই আমাদের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে হাটগুলোকে কত সুনিয়ন্ত্রিতভাবে করতে পারি সে ধরনের পরামর্শ।
প্রতিমন্ত্রী বলেন, হাটগুলো যাতে নিরাপদ জায়গাতে হয়, খোলা জায়গায়, যেখানে তিনটি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকবেন, তারা পশু কিনে নিয়ে আসবেন। আরেকটি দিয়ে পশু ঢোকানো হবে। হাটে যাতে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা ঢোকে এবং স্বাস্থ্যবিধি তারা মেনে চলে। অবশ্যই হাটে এলে একা বা বেশি সংখ্যক না এসে সঙ্গে কজন যাতে থাকে। সংক্রমণ এবং মৃত্যু, সেটি মাথায় রেখেই হাটে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত মানুষ যাতে না ঢোকে সেটি নিয়ন্ত্রণ করা এবং দ্রæত যাতে বেরিয়ে যেতে পারে, সে ব্যবস্থা রাখা। তবে এর ওপর আমরা চাইছি যে, গতবার যেহেতু ২৫ শতাংশ সাকসেসফুল করেছি ডিজিটাল হাটকে... অনলাইনের যে হাটগুলো, সেগুলো যাতে আরও জনপ্রিয় করা যায়, সেটি আমাদের এবার আরও জোর দিচ্ছি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ জুলাই পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে। ঈদের তারিখ নির্ধারণে গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় জানিয়েছে। তবে ঈদ ২১ জুলাই ধরে সরকারি ছুটি ২০-২২ জুলাই মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন ধরা হয়েছে। এই হিসেবে সরকারি ছুটি থাকবে পাঁচ দিন। আর সেই ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে কি না, সেটি নিয়েও আলোচনা চলছে। সরকারের নীতি নির্ধারনী পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে যায় চলতি কঠোর বিধি নিষেধ দিয়ে ঈদের সময়টায় সবকিছু শিথিল করার পরিকল্পনা রয়েছে সরকারের। যাতে ব্যবসায়ী, গণপরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি বা অন্যান্য পেশার মানুষ আনন্দে উৎসব করতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (15)
Maynuddin Babu ১২ জুলাই, ২০২১, ১:০৩ এএম says : 0
উন্নয়নশীল বাংলাদেশের মানুষকে লকডাউন, শাটডাউন, কারফিউ দিয়ে আটকিয়ে রাখা যাবে না। যদি সত্যিই দেশ উন্নত হয় তাহলে লকডাউন, শাটডাউন, দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস না করে সকল মানুষকে টিকার আওতায় আনুন।মুখে বড় বড় বুলি না আওড়িয়ে ভ্যাকসিন দিয়ে উন্নত দেশের মতো করোনা প্রতিরোধের চেষ্টা করেন।তানা হলে বুঝবো "উপরে ফিটফাট ভেতরে সদরঘাট "
Total Reply(0)
Santosh Chakma ১২ জুলাই, ২০২১, ১:০৪ এএম says : 0
শাটডাউন চলতেছে চলুক না। তাতে কি আসে যায়। যারা বড়লোক গাড়ী বাড়ি , টাকা পয়সা আছে তারাই তো প্রয়োজনে সবকিছু সুবিধা নিয়ে আছে। নিজের গাড়ীতে অফিসে যাচ্ছে। প্রয়োজনে বাহির হইতেছে।আর অন্যদিকে অসহায় নিম্নবিত্ত দিনমজুর মানুষেরা হাড়ে হাড়ে, তিলে তিলে বুঝতে পারে জীবনের পরিসমাপ্তি।আর অন্য দিকে বাসায় বসে এসি রুমের ভিতর থেকে বলতে সহস শাটডাউন লকডাউন শিথিল বরাবরই বলাবৎ থাকবে।
Total Reply(0)
Sanzida Tasnim Jannat ১২ জুলাই, ২০২১, ১:০৪ এএম says : 0
না খেয়ে মানুষ মরছে। মধ্যবিত্তদের নাজেহাল অবস্থা।মানুষকে আগে খাদ্য পৌছে দেন তারপর কঠোর লকডাউনের কথা ভাবুন।
Total Reply(0)
Md Abu Salam Khan ১২ জুলাই, ২০২১, ১:০৪ এএম says : 0
হাজার চেষ্টা করো ও আপনি ঠেকাতে পারবেন না ঈদে বাড়িতে আশা। বিধিনিষেধ না দিয়ে সীমিত আকারে বাস চালু করেন না মানুষ গদাগদি করে ঠিকি অন্য যানবাহনে বাড়িতে ফিরবে তাতে করে আরো সমস্যা বেশি হবে
Total Reply(0)
Aminul Islam ১২ জুলাই, ২০২১, ১:০৫ এএম says : 0
করোনাকে সঙ্গে করে নিয়ে আমাদের বাঁচতে শিখতে হবে অতএব করোনার ভয়ে লকডাউন দিয়ে আর লাভ নেই,যত করোনাই হোক না কেন লকডাউন কিছুটা শিথিল করা উচিত সাধারণ মানুষের কথা বিবেচনা করে।
Total Reply(0)
Afsar Hassan ১২ জুলাই, ২০২১, ১:০৫ এএম says : 1
এখন শিথিল করলে ক্ষতিই হবে এত দিন যে লকডাউন ছিল তার কোন ভালো ফলাফল পাবো না শুধু শুধু দেশের অর্থ নিতিই ক্ষতিই হলো
Total Reply(0)
Kazi Nurul Alam ১২ জুলাই, ২০২১, ১:০৫ এএম says : 0
যদি হয়,সাধুবাদ জানাই এমন সীদ্ধান্তে, কষ্ট আর ভোগান্তিতে থাকা সাধারণ অসহায় মানুষগুলোকে অন্তত একসাথে ঈদের খুশিটা ভাগ করে নিতে দিন।
Total Reply(0)
মোঃ+দুলাল+মিয়া ১২ জুলাই, ২০২১, ১:১৪ এএম says : 0
এই টি আসলে অবৈধ সরকার এই জন্য দুই আইন,যেমন ওমান থেকে 10/7/2021ইং দিনগত রাতে ওমান এয়ারে যে সমস্ত যাত্রী বাংলাদেশ গিয়েছে,তাহারা কোয়ারেনটি ছাড়া ঘরে চলে গিয়েছে,অথচ এর আগে যারা ওমান থেকে গিয়েছে তাদের বিভিন্ন হোটেলে কোয়ারেনটিতে রেখেছে,এইটা কি আইন 10/7/2021ইং দিনগত রাতে যারা দেশে গিয়েছে তাদের কি কারনে কোয়ারেনটিনে রাখা হয় নাই,তার কারন কি আমরা জানতে চাই,এবং যারা এই কাজে সহযোগিতা করেছে তাদের আইন যদি দেশে থাকে তাদের বিচার করা হউক।
Total Reply(0)
মোঃ+দুলাল+মিয়া ১২ জুলাই, ২০২১, ১:১৫ এএম says : 0
এই টি আসলে অবৈধ সরকার এই জন্য দুই আইন,যেমন ওমান থেকে 10/7/2021ইং দিনগত রাতে ওমান এয়ারে যে সমস্ত যাত্রী বাংলাদেশ গিয়েছে,তাহারা কোয়ারেনটি ছাড়া ঘরে চলে গিয়েছে,অথচ এর আগে যারা ওমান থেকে গিয়েছে তাদের বিভিন্ন হোটেলে কোয়ারেনটিতে রেখেছে,এইটা কি আইন 10/7/2021ইং দিনগত রাতে যারা দেশে গিয়েছে তাদের কি কারনে কোয়ারেনটিনে রাখা হয় নাই,তার কারন কি আমরা জানতে চাই,এবং যারা এই কাজে সহযোগিতা করেছে তাদের আইন যদি দেশে থাকে তাদের বিচার করা হউক।
Total Reply(0)
মোঃ+দুলাল+মিয়া ১২ জুলাই, ২০২১, ১:১৬ এএম says : 0
এই টি আসলে অবৈধ সরকার এই জন্য দুই আইন,যেমন ওমান থেকে 10/7/2021ইং দিনগত রাতে ওমান এয়ারে যে সমস্ত যাত্রী বাংলাদেশ গিয়েছে,তাহারা কোয়ারেনটি ছাড়া ঘরে চলে গিয়েছে,অথচ এর আগে যারা ওমান থেকে গিয়েছে তাদের বিভিন্ন হোটেলে কোয়ারেনটিতে রেখেছে,এইটা কি আইন 10/7/2021ইং দিনগত রাতে যারা দেশে গিয়েছে তাদের কি কারনে কোয়ারেনটিনে রাখা হয় নাই,তার কারন কি আমরা জানতে চাই,এবং যারা এই কাজে সহযোগিতা করেছে তাদের আইন যদি দেশে থাকে তাদের বিচার করা হউক।
Total Reply(0)
MD. ABDUL MANNAN ১২ জুলাই, ২০২১, ৭:০৭ এএম says : 0
আমাদের মত দরিদ্র দেশের মানুষ,পেটের ক্ষুদার যন্ত্রনায় আমরা করোনা কি জানতে চাই না। আমরা চাই ভাত কাপড়, বাসস্থান শিক্ষা চিকিৎসা এর নিরাপত্তা, সে নিরাপত্তা কি সরকার দিচ্ছে? সবাইতো আর ঐ 5 কেজি চাউল আনতে পারবে না, অন্য দিকে কিস্তির টাকার যন্ত্রনা, সরকার ঘোষনা দিতে পারতো যে লক ডাইনের সময় লোনের কিস্তি আদায় করা যাবে না, অন্য দিকে বলছে দোকান বন্ধ কর, তাহলে আমরা টাকা কেমন করে দিব বলেন? আমরা আছি মহা যন্ত্রনায়, কি করি আজ ভেবে না পায়।
Total Reply(0)
আব্দুল্লাহ আল নোমান ১২ জুলাই, ২০২১, ৭:১৩ এএম says : 0
সিমীত আকারে গণপরিবহন চালু না করে বেশি পরিমানে গণপরিবহন চালু করা হোক তাহলে মানুষের গেদাগেদি কম হবে তাতে আক্রান্তোও কম হবে।
Total Reply(0)
শওকত আকবর ১২ জুলাই, ২০২১, ৯:৫৬ এএম says : 0
মার্কস পড়া বাধ্যতা মূলক।মার্কস পড়ে লন্চ স্টিমার বাস ট্রেন সহ সকল যাত্রিবাহী পরিবহনে যাতায়াত করতে হবে।এদিকে কড়া নজর রাখতে হবে।বড় জড়িপনা করতে হবে।
Total Reply(0)
মো: শরীফুল ইসলাম ১২ জুলাই, ২০২১, ১০:২৫ এএম says : 0
আমার মতামত হলো:বিশেষ করে, গরুর দাম সরকার থেকে গরু মালিকদের সাথে আলোচনা করে নির্ধারণ করে দিতে হবে, গরুর ওজনের উপর। যা সরকার কতৃক সিল দেওয়া থাকবে। তাহলে সাস্থ্যবিধি মেনে কমলোক বাজারে গিয়ে গরু কয় করবে। এতে ক্রেতা বিক্রেতা উপকৃত হবে।
Total Reply(0)
মোঃ সাদ্দাম হোসেন শোয়াইব ১২ জুলাই, ২০২১, ৩:৩০ পিএম says : 0
করোনায় মৃত্যুর চেয়ে ক্ষুধার মৃত্যু বেশি কষ্টকর, অসহায় দিনমজুর মানুষ যেনো দুমুঠো ভাত খেতে পারে সে সুযোগটি করে দিন। যদি সংক্রমণ বেশি হতে থাকে তাহলে চার পাঁচ দিন সকল যানবাহন খুলে দিয়ে বিভিন্ন স্থানে আটকে থাকা মানুষগুলো কে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর পর কঠোর শাটডাউন ঘোষণা করেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন