খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে জেল জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ জেল জরিমানা করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গতকাল সোমবার নগরীর ৪৭, খানজাহান আলী রোডের বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার ও ১৮, সামছুর রহমান রোডের দি প্রেসক্রিপশন প্যালসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ওই সকল প্রতিষ্ঠানে সেবার মূল্য তালিকা প্রদর্শনের সাথে বাস্তব সেবা প্রদানের ব্যবস্থা সঠিক ছিল না। এ কারণে ভোক্তা অধিকার আইনে বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দি প্রেসক্রিপশন প্যালস কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় দি প্রেসক্রিপশন প্যালেসের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐাদেশ দেয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোঃ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন