শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শতভাগ নাগরিক সেবার স্বার্থে দায়িত্বশীল হতে হবে : চসিক মেয়র নাছির

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শতভাগ নাগরিক সেবার স্বার্থে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। জবাবদিহীতার ভিত্তিতে স্ব স্ব ডিভিশনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কসমূহকে সংস্কার করে উপযোগী করে গড়ে তুলতে হবে। গতকাল (সোমবার) নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের প্রকৌশল বিভাগের সিভিল, যান্ত্রিক ও বিদ্যুৎ শাখার প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রকৌশলীদের সাথে বৈঠককালে মেয়র একথা বলেন।
চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডিপিপিসমূহের অগ্রগতি, প্রধান ও উপসড়কসমূহের উন্নয়ন, গ্রীন অ্যাপারেল জোন বাস্তবায়ন, আয়বর্ধক প্রকল্প স্থাপন, ঝুঁকিপূর্ণ ভবন পুনঃনির্মাণ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতসহ সেবাধর্মী অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচির বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র বলেন, একে অপরের সাথে কো-অপারেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করতে হবে।
প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তত্ত¡াবধায়ক প্রকৌশলী সিভিল মো. রফিকুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ মো. মাহফুজুল হক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন, নির্বাহী প্রকৌশলী রফিক উদ্দিন ছিদ্দিকী, বিপ্লব দাশ, ফরহাদুল আলম, হারাধন আচার্য, আহমদুল হক, এম সাইফুর রহমান, অসীম বড়–য়া, সাহাদাত মো. তৈয়ব, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ঝুলন কুমার দাশসহ নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীবৃন্দ স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেন।
সভায় প্রশাসনিক, প্রকল্পসহ নানাবিদ কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন