শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সন্ত্রাসীদের কোপে মিল মালিকের পা বিচ্ছিন্ন

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ময়মনসিংহের ভালুকায় জমি ও সরকারি খাল দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গতকাল বুধবার সকালে সন্ত্রাসী এ হামলা করে। আহত মিল মালিককে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠালীস্থ আর্টি কম্পোজিট ডায়িং মিল কর্তৃপক্ষের সাথে পাশের সরকারি ধোবাজানের খাল ভরাট ও স্থানীয় জসিম উদ্দিন পাঠান গংদের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে দু’পক্ষেরই মামলা রয়েছে।

গতকাল সকালে ফ্যাক্টরি মালিক নিজে উপস্থিত থেকে খাল ভরাট ও বর্জ্য নিষ্কাশনের পাইপ লাইন স্থাপন কাজ পরিদর্শন করতে গেলে স্থানীয় জসিম উদ্দিন পাঠান তাতে বাধা দেয়। এ সময় ফ্যাক্টরীর ভাড়াটিয়া লোকজন জসিম উদ্দিনের ওপর হামলা করতে চাইলে পাশে দাঁড়িয়ে থাকা ফ্যাক্টরীর মালিক আব্দুর রাজ্জাকের ওপর স্থানীয়রা হামলা করে। এ সময় আব্দুর রাজ্জাকের এক পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। অন্য পায়েও কোপের আঘাত লেগেছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরেই আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক আব্দুর রাজ্জাককে কুপানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন