শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছাতকে নদী থেকে ৪৪ ঘণ্টা পর মামুনের গলিত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জ ছাতকে সুরমা নদীতে তলিয়ে যাওয়া কিশোর মামুনের গলিত লাশ ৪৪ ঘণ্ট পর উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে শহরের প্রায় দু’কিঃমি’ পশ্চিমে আন্ধারীগাঁও-মল্লিকপুর এলাকায় নদীতে লাশ ভেসে উঠলে রাতে উদ্ধার করা হয়। সোমবার সকাল ৮টায় জানাজা শেষে শহরের মন্ডলীভোগ কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় মন্ডলীভোগ-ঢাকাইয়াবাড়ির ব্যবসায়ী বদর উদ্দিনের পুত্র মামুন (১৪) সুরমা নদীর বিট ফরেস্ট এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর থেকে সিলেট ও ছাতক ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা অংশ নেয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন