শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢামেকে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিনা মূল্যে সিজারিয়ান অপারেশন হচ্ছে। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ এ হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন গর্ভবতী মায়ের সফল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক ভ‚মিষ্ঠ হলেও রোগীর স্বজনদের কোনো টাকাপয়সা খরচ করতে হয় না।
এমনটা দাবি করে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্রের শতভাগই হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে। তার দাবির সত্যতা যাচাইয়ে সরেজমিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে আলাপকালে পরিচালকের এ দাবির শতভাগ না হলেও সিংহভাগেরই প্রমাণ পাওয়া যায়।
রোগীর স্বজনরা জানান, স্যানিটারি ন্যাপকিন ও খুবই স্বল্প মূল্যের জরুরি কিছু ওষুধ ছাড়া উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় সকল প্রকার ওষুধও হাসপাতাল থেকেই নিয়মিত সরবরাহ করা হচ্ছে। এত সস্তায় সফল সিজারিয়ান অস্ত্রোপচার দেশের কোনো সরকারি কিংবা বেসরকারি হাসপাতালেই হয় না বলে জানান তিনি।
অনুসন্ধানে জানা গেছে, দেশের বিভিন্ন ছোট-বড় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন গর্ভবতী নারীর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব হলে হাসপাতালে দুই থেকে তিন দিন থাকা, খাওয়া-দাওয়াসহ সর্বনিম্ন ১৫ হাজার থেকে এক লাখেরও বেশি টাকা বিল পরিশোধ করতে হয়। খরচ বেশি হওয়ায় অপেক্ষাকৃত দরিদ্র রোগীদের সরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হয়।
রাজধানীর কামরাঙ্গীরচরের মাতবর বাজারের বাসিন্দা প্রেস কর্মচারী আনিস আহমেদ তার সন্তানসম্ভবা স্ত্রী শিউলিকে দেখানোর জন্য আজিমপুর মেটার্নিটিতে কার্ড করেছিলেন। এ মাসেই বাচ্চা হবে জানিয়ে প্রসব বেদনা উঠলে দ্রæত সেখানে নিয়ে আসার পরামর্শ দিয়ে রেখেছিলেন চিকিৎসকরা। গত সোমবার তার প্রসব বেদনা উঠলে আনিস তাকে স্থানীয় এক চিকিৎসক মেপে উচ্চমাত্রার গর্ভকালীন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি রয়েছে বলে দেখতে পান। তাৎক্ষণিকভাবে মেটার্নিটিতে নেয়া হলে জটিল কেসের দোহাই দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। সকালে গাইনি ইমার্জেন্সিতে তার কোলজুড়ে একটি কন্যাসন্তানের জন্ম হয়।
সোমবার দুপুরে গাইনি ইমার্জেন্সি অপারেশন থিয়েটারসংলগ্ন পোস্ট অপারেটিভ কক্ষে আলাপকালে শিউলির বোন হীরা জানান, স্যানিটারি ন্যাপকিন ও টুকটাক ওষুধপত্র ছাড়া তাদের কোনো প্রকার টাকাপয়সা খরচ করতে হয়নি। তবে প্রথম সন্তান জন্মদানের খুশিতে আয়াদের বকশিশ দিয়েছেন। রাজধানীর ল²ীবাজারের বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী সাবরিনা হক গত রোববার গাইনি বিভাগে ভর্তি হন। সোমবার সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তাদের কোলজুড়ে ছেলেশিশু আসে। কত খরচ হয়েছে, কী কী কিনতে হয়েছে Ñ এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আজ সকালে ওটি থেকে দেয়া একটি ¯িøপে তিনি সাড়ে ৫শ’ টাকার ওষুধ কিনেছেন। তালিকায় স্টেরাইল স্যানিটারি ন্যাপকিন, নিকচি পোর ২ ইঞ্চি, টেস্ট টিউব, এনসিসি, কর্ড ক্লাম্প লেখা ছিল। সঙ্গে থাকা ঢামেক হাসপাতাল পরিচালক ডা. খাজা আবদুল গফুর জানান, ন্যাপকিনটি হাসপাতাল থেকে কখনও দেয়া হয় না। আর যেগুলোর নাম লেখা আছে, সেগুলোর দু-একটি সরবরাহে ঘাটতি রয়েছে।
তিনি বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে বেশি দামের যন্ত্রপাতি ও ওষুধ কিনে দিতে প্রলুব্ধ করে। তবে তারা সাধ্যমতো চেষ্টা করছেন যেন কোনোভাবেই রোগীর পকেটের টাকা খরচ না হয়। তবে সংঘবদ্ধ দালাল ও প্রতারকচক্রের খপ্পরে পড়ে কিছু কিছু রোগীকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলে জানা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
MD TAHER HOSSAIN ১০ অক্টোবর, ২০২০, ৩:১০ এএম says : 0
আমার স্ত্রীর বয়স 40 বাচ্চা প্রথমটি সিজারে হয়েছিল সিজার শেষের ডাক্তার বলেন। বাচ্চাটি গর্ভেই মারা গিয়েছিল দুদিন আগে। অথচ আমাদেরকে সময় বেঁধে দিয়েছিল। আমরা সেই সময়ের 7 দিন আগে হসপিটালে চলে যাই। তার পরেও বাচ্চাটি ডাক্তার বলেন দু'দিন আগেই কবে মারা গেছে। আমি গরিব মানুষ আমার একটি সন্তানও নেই। এখন আমার স্ত্রী গর্ভবতী। এবং আলতাসুনু করে রিপোর্টে ধরা পড়ে। বাচ্চাটি উল্টো হয়ে আছে। আপনাদের সহযোগিতায় যদি আমাদেরকে সিজার কি করে উপকার করতে পারেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা সাথে বলতে চাই আমরা উপকৃত হব। আমাদের কোন ছেলে সন্তান নেই। আপনারা কি আমাদেরকে হেল্প করবেন। প্লিজ আমাদের খুব সময় কম। আপনাদের নোটিফিকেশন পাওয়ার আশায় থাকলাম।
Total Reply(0)
MD TAHER HOSSAIN ১০ অক্টোবর, ২০২০, ৩:২৬ এএম says : 0
আমরা গরীব অসহায়
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন