শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

চার্লস মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেল বাংলাদেশি ছাত্র তাওহিদুল ইসলাম

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৭:২৪ পিএম

গর্বিত বাবা-মায়ের সাথে তাওহিদুল ইসলাম


চেক রিপাবলিক অফ ইউরোপ-এর নামকরা চার্লস মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল আরব আমিরাতের দুবাইয়ের আরব ইউনিটি স্কুলের বাংলাদেশি মেধাবী ছাত্র তাওহিদুল ইসলাম।

তাওহিদুল ইসলাম ‘ও’ লেভেল (এসএসসি) এবং ‘এ’ লেভেল (এইচএসসি) পরীক্ষায় ইংলিশ মিডিয়ামে ব্রিটিশ সিলেবাসে সকল বিষয়ে এ-স্টার পেয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রী ও বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সম্মান বয়ে আনে। তার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম আরব আমিরাতের নামকরা আল আনসারী এক্সচেঞ্জের ম্যানেজার এবং মা মাহবুবা সিদ্দিকা সিপু আল-আনসারী এক্সচেঞ্জের ফরেন কারেন্সি ক্যাশিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তাদের বাড়ি বরিশাল সদরে। তারা দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত আরব আমিরাতে আছেন। ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে এবং উচ্চ শিক্ষায় বিশ্বের নামকরা চার্লস মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ অর্জন করায় তারা আনন্দিত ও গর্বিত। তাওহিদুল ইসলামের জন্য তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন