খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র লাইসেন্স ও যানবাহন শাখার চার পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স¤প্রতি তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ উঠার পর তদন্তে নামে সংস্থাটি। সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আহŸায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি শিগগিরই তদন্ত রিপোর্ট দাখিল করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
কর্পোরেশন সূত্রে জানা গেছে, কেসিসির লাইসেন্স শাখার ভারপ্রাপ্ত পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, এফএম আব্দুর রশিদ, মোঃ ইউনুস আলী ও মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ উঠেছে। তারা ঊর্ধ্বতন কর্মকর্তার অগোচরে পরস্পর যোগসাজশে অনৈতিক সুবিধা নিয়ে অসংখ্য রিকশার নম্বরপ্লেট সরবরাহ করেছেন। কিন্তু সরবরাহকৃত ওই সব নম্বরপ্লেট বাবদ আদায় হওয়া কোন অর্থ কর্পোরেশনে রাজস্ব খাতে তারা জমা দেননি। জমা না দিয়ে সমুদয় অর্থ অনিয়মতান্ত্রিকভাবে আত্মসাৎ করেছেন। যার ফলে কর্পোরেশন মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সম্প্রতি তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ উঠার পর বিষয়টি আমলে নিয়ে তদন্তে নেমেছে সিটি কর্পোরেশন। সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমানকে আহŸায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনও করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অডিট) মোহাম্মদ ইমরান হোসেন। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কমিটি শিগগিরই তদন্ত রিপোর্ট দাখিল করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন