অর্থনৈতিক রির্পোটার : ব্যাংকিং খাতে খেলাপি ঋণ অনেক বেড়ে যাওয়ার ফলে ব্যাংকিং খাতে অস্বাভাবিক হারে রাইট-অফ বা অবলোপন বাড়ছে। সেই সাথে অর্থঋণ আদালতে খেলাপি ঋণের মামলার জট সৃষ্টি হয়েছে। ডাউন পেমেন্ট ছাড়া বা নামমাত্র ডাউন পেমেন্টেও ঋণ পুনর্গঠন বেড়েছে হতাশাজনক হারে। একই ঋণ বারবার পুনর্গঠন করা হচ্ছে বলে জানান অর্থনীতিবিদ ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। খেলাপি ঋণ কমানোর পাশাপাশি ঋণ ও আমানতের সুদহার কমানোর পরামর্শও দেন তিনি। এর প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইনের কোনো ধারা সংশোধন করার দরকার হলে তাও করতে হবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপি ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন তিনি এ সকল মন্তব্য করেন।
এ সময় তিনি এসডিজি বাস্তবায়নে ১৭টি চ্যালেঞ্জের কথা বলেছেন মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, দরিদ্র্রতা কমাতে হবে। ক্ষুধা নিবারণে খাদ্য উৎপাদন ও নিরাপত্তা এবং টেকসই কৃষি ব্যবস্থায় জোর দিতে হবে। সব ধরনের মানুষের বসবাস স্বাস্থ্যকর করতে হবে। অন্তর্ভুক্তি ও ভালোগুণ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং জীবনের দীর্ঘ সময় পর্যন্ত শেখার সুব্যবস্থা রাখতে হবে। তিনি আরো বলেন, টেকসই পানি ও স্যানিটেশন ব্যবস্থায় নজর দিতে হবে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সবার জন্য নিশ্চিত করতে হবে। অবকাঠামো এবং শিল্পায়নে বিশেষ নজর দিতে হবে। সর্বত্র ন্যায় বিচার, স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ বিষয়টি বেশি প্রযোজ্য। টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের সঙ্গে যোগাযোগ রেখে উদ্যোগ নিতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন