শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপাসিয়ায় নকল কারখানায় অভিযান

৫০ হাজার টাকা জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নকল পণ্য উৎপাদনকারী এক কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় ওই কারখানায় তৈরি নিম্নমানের কেমিক্যালসহ উৎপাদিত নানা ধরনের নকল পণ্য জব্দ করা হয়েছে এবং কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানার পর আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা’র নেতৃত্বে গত শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের আব্দুল খালেক আকন্দের পুত্র মো. রুহুল আমীন তার গ্রামের বাড়িতে দীর্ঘদিন যাবৎ ‘ফেমাস কোম্পানি’ নামে একটি কারখানা খুলে অবৈধভাবে নকল পণ্য উৎপাদন করে বাজারজাত করছিলেন। এই কারখানায় ফেমাস লন্ড্রি পাউডার, সুপার এক্সেল ডিটারজেন্ট, নোভা পাওয়ার হোয়াইট, পাওয়ার প্লাস, হ্যান্ড ওয়াস, ডিস ওয়াস, ফ্লোর ক্লিনার, হারপিকসহ নানা পণ্য উৎপাদন করে নামিদামি ব্র্যান্ডের মোড়কের ডিজাইনের সাথে মিল রেখে বাজারজাত করছিলেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপুল পরিমাণ নকল পণ্য ও কেমিক্যাল উদ্ধার করেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক রুহুল আমীন পালিয়ে গেলেও তার পরিবারের লোকজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা জানান, কোনা রকম বৈধ কাগজপত্র বা অনুমোদন ছাড়াই ওই কারখানায় অতি নিম্নমানের পণ্য উৎপাদন করে নামিদামি ব্র্যান্ডের নামের আংশিক বিকৃত করে বাজারজাত করছিল। এ অপরাধে কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন