বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাবির ২০১৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পরীক্ষায় ২৮ টি বিষয়ে সারাদেশে ৩১৮ টি কলেজের ১ লাখ ২৩ হাজার ২৫৫ জন নিয়মিত পরীক্ষার্থী মোট ১৫৩ টি কেন্দ্রে অংশগ্রহণ করে ৯৯ হাজার ৫৭০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১ দশমিক ১৯ শতাংশ। প্রকাশিত ফল ঝগঝ এর মাধ্যমে সন্ধ্যা গতকাল সন্ধ্যা ৭ টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>যঢ়৪<ংঢ়ধপব> জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং একইসময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে ফল জানা যাবে। অপর এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্র্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ সিøপের অনলাইন আবেদন ২৯ সেপ্টেম্বর চলবে বলে জানানো হয়। যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে ১ম ও ২য় মেধা তালিকায় /১ম ও ২য় রিলিজ ¯িøপের মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি ভর্তি বাতিল করেছে, ২য়/৩য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক উক্ত প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করেছে, সে সকল শিক্ষার্থী ৩য় রিলিজ ¯িøপে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে পাওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন