শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সৌদি আরবের সাথে মিল রেখে শরীয়তপুরে আগাম কুরবানী করবে ৫০ গ্রামে

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৪:০৩ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মঙ্গলবার (২০ জুলাই) শরীয়তপুরের ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ ঈদুল আযহা উদ্যাপন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী।
সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী জানান, মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপন ও কুরবানী করা হবে। তাই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা মঙ্গলবার ঈদুল আযহার নামাজ আদায় করে ঈদ উদযাপন ও কুরবানী করবেন।
এছাড়াও প্রতি বছরের ন্যায় শরীয়তপুর সদর, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদুল আযহার নামাজ আদায় ও কুরবানী করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন