শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জনগনের পাশে থাকাই রাজনীতি -সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৪:২৪ পিএম

মুষল ধারে বৃষ্টি উপেক্ষা করে নিজে পায়ে হেঁটে প্রত্যন্ত গ্রামীন জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগনের মধ্যে ত্রান বিতরণ কালে মানবতার ফেরিওয়ালা হিসাবে আখ্যায়িত মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড সাইফুজ্জামান শিখর একথা বলেন। তিনি সোমবার সকাল থেকে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। পরে এলাকায় দরিদ্র জনগোষ্টির মাঝে উপহার সামগ্রী বিতরন করেন। পরে মঘি ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হাই সর্দারের কবর জিয়ারত করেন। এরপর জগদল ইউনিয়নের গুচ্ছ গ্রাম দেশের প্রথম পিং ভিলেজে বৃক্ষরোপন করেন। এসময় দরিদ্র জনগোষ্ঠির মধ্যে ভিজি এফ এর চাউল বিতরণ করেন। সকালে মাগুরা শহরের ছানার বটতলা মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। সংসদ সদস্য বলেন, মানুষের সাহায্যে পাশে থাকাই রাজনৈতিক নেতাদের কাজ। তাই জনগনের পাশে থাকতেই কাজ করে যাচ্ছি। এসময় তার সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন