নীল কমল ( পদ্ম) পুরাতন কাল থেকেই দুর্লভ প্রজাতির ফুল। মূলত দুষ্প্রাপ্যতার কারণেই এর এত কদর।
তবে সেই নীল কমল বা নীল পদ্ম এখন আর দুর্লভ কিছু নয়। বগুড়ায় বানিজ্যিক ভিত্তিতেই হচ্ছে এর চাষাবাদ। নিঃস্বর্গ প্রেমিকেরা সেটা কিনেও নিচ্ছেন চড়া দামে।
এই নীল কমল ফুলের গাছ বাগানের ছোট চৌবাচ্চা, বা বাড়ির ছাদ
বাগানেও চারা রোপণ করে ফুল ফোটানো সম্ভব হচ্ছে।
বগুড়া সদরের উত্তরের একটি নার্সারিতে গত বছর থেকেই পাওয়া
যাচ্ছে নীল কমল।
নার্সারির মালিক প্রকৃতি প্রেমিক প্রফেসর আব্দুল মান্নান তিন বছর
নীল কমলের সন্ধান পেয়ে গিয়েছিলেন থাইল্যান্ড। সেখান থেকে কয়েকটি কন্দ সংগ্রহ করে নিজের নার্সারিতে চারা ও ফুল উৎপাদনে সক্ষম হন তিনি।
তবে গত বছরের প্রথমে করোনার প্রাদুর্ভাব হলে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। ফলে এর বানিজ্যিক সফলতা দেখে
যেতে পারেননি তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন