পিরোজপুরের মঠবাড়িয়ার ঘোষের টিকিকাটা গ্রামে ঈদের দিন বুধবার বিকেলে সর্প দংশনে সেফালী বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সেফালী বেগম উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুধ বিক্রেতা মানিক মিয়ার স্ত্রী।
শেফালী বেগমের ছেলে নুর-নবী জানান, বুধবার দুপুরের দিকে তার মা রান্না ঘর থেকে কাঠ আনতে গেলে কাঠের মধ্যে থাকা বিষধর সাপ বের হয়ে তার পায়ের আঙ্গুলে দংশন করে। তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে রান্না-বান্নার কাজ শুরু করেন। পরে তিনি বমি করা শুরু করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা সেফালী বেগমকে বিকেল সারে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সিনহা তাকে মৃত ঘোষণা করেন।
৬ নং টিকিকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন