শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেয়াদ বাড়ছে না বিধিনিষেধ শিথিলের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২১, ১১:৫৫ এএম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকেই শুরু হবে এ বিধিনিষেধ।
 
এবারের বিধিনিষেধ আগের তুলনায় অনেক বেশি কড়াকড়ি হবে বলে আগেই ঘোষণা দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘এবারের বিধিনিষেধ হবে কঠোর থেকে কঠোরতর।’
 
এর আগে ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ জুলাই সকাল থেকে বিধিনিষেধ শিথিল করে সরকার। ফলে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলাচল শুরু করে। দূর-পাল্লার বাস, লঞ্চ ও ফেরি এবং বিমানের ফ্লাইট চলাচল শুরু করে।
 
শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত আরোপ করা এ বিধিনিষেধে মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ থাকবে।
 
তবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য এবং কোভিড-১৯ প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিধি-নিষেধের বাইরে থাকবে।
 
এর পাশাপাশি সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। সেইসঙ্গে খোলা থাকবে বীমা কোম্পানির কার্যালয় ও শেয়ারবাজার। ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারে লেনদেন হবে সীমিত। বীমা কোম্পানিও খোলা থাকবে সীমিত পরিসরে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Tutul ২২ জুলাই, ২০২১, ১:০৬ পিএম says : 0
বাড়ানো ঠিক হবে না
Total Reply(0)
সৈয়দ নাজমুল হুদা ২২ জুলাই, ২০২১, ১:০৭ পিএম says : 0
সরকার এদেশের খেটে-খাওয়া মানুষদের নিয়ে আর কতো খেলবে?? শুধু এদের কারনে অধিকাংশ মানুষ বাহির থেকে জীবিত থাকলেও ভিতর থেকে মৃত প্রায়।
Total Reply(0)
Ashik Ahmed ২২ জুলাই, ২০২১, ১:০৮ পিএম says : 0
এসব শিল্প কারখানা বন্ধ করে কঠোর লকডাউন দিচ্ছে আবার সীমিত পরিসরে ব্যাংক খোলা,হোটেল রেস্তোরাঁ খোলা (খাবার ডেলিভারি করতে পারবে),আবার চামড়া শিল্প সহ অন্যান্য জরুরি খাদ্য উৎপাদন কারখানা খোলা কিন্তু তাদের কর্মীরা প্লেনে যাতায়াত করবে না অন্য ভাবে সেটা অনিশ্চিত। এসব কোন ধরনের লকডাউন?
Total Reply(0)
Tareq Khandaker ২২ জুলাই, ২০২১, ১:০৮ পিএম says : 0
যে যাই বলুক সময়োপযোগী সিদ্ধান্ত।
Total Reply(0)
Tania Jahan ২২ জুলাই, ২০২১, ১:০৮ পিএম says : 0
কঠোর লকডাউন কি রকম হয়ে থাকে একটু দেখার ইচ্ছে ছিল।
Total Reply(0)
Sazal Biswas ২২ জুলাই, ২০২১, ১:০৯ পিএম says : 0
মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন