শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রোববার থেকে ব্যাংক লেনদেন চলবে দেড়টা পর্যন্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ১২:৪৫ পিএম

ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই বিধিনিষেধের মধ্যে রোববার থেকে ব্যাংকে লেনদেন চলবে সাড়ে তিন ঘণ্টা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৫শে জুলাই থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী অন্যান্য কাজের জন্য ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

আগের মতই বিভিন্ন বিভাগে সীমিত সংখ্যক জনবল নিয়ে ব্যাংকের কার্যক্রম চালাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ঈদের পর আবারও লকডাউনের ঘোষণা দিলে বাংলাদেশ ব্যাংক গত ১৩ই জুলাই এক সার্কুলারে এই সূচি ঠিক করে দেয়।
এমনিতে সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যায়। কিন্তু মহামারি শুরুর পর লকডাউনের মধ্যে খÐিত সময়ে লেনদেন হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লকডাউনের মধ্যে সাপ্তাহিক ছুটি ছাড়া সবদিনেই লেনদেন হবে ব্যাংকে।
ব্যাংকগুলোর প্রিন্সিপাল শাখা ও বৈদেশিক বাণিজ্য শাখা খোলা রাখতে হবে। সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা সার্বক্ষণিক খোলা থাকবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রতিটি জেলা সদর ও উপজেলা সদরে কমপক্ষে একটি শাখা খোলা রাখতে বলা হয়েছে।

বেসরকারি ব্যাংকগুলোকে জেলা সদরে একটি এবং এর বাইরে সর্বোচ্চ দুটি শাখা খোলা রাখতে পারবে।
বিধি-নিষেধ চলাকালে যে সব শাখা বন্ধ থাকবে সে সব শাখার গ্রাহক সেবা কার্যক্রম খোলা রাখা শাখার মাধ্যমে সম্পাদনে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
লকডাউনের সময়ে এটিএম বুথগুলোতে যথেষ্ট টাকা রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
MD shafiqul Islam ২৩ জুলাই, ২০২১, ৭:৪৪ পিএম says : 1
Banking sabadayar jonna onka onak thanks
Total Reply(0)
MD. SAIFUL ISLAM ২৩ জুলাই, ২০২১, ৮:৫৫ পিএম says : 1
করোনা ভাইরাস অনেক মারাত্তক একটা রুগ, এটা বিশসের সবাই জানে, আমার কথা হল, একটা দেশ যেমন বাংকিং ছাড়া ছলতে পারেনা, থিক থেমনি, বাংলাদেশ বাংকিং + গার্মেন্টস চারা ছলা খব এ মস্কিল, আমার কথা হল বাংকিং অফিস যদি DUTY সিমিত করা জেতে পারে, তাহলে কি গার্মেন্টস সিমিত করা অসম্ভব এর কিছু?? কেন করা হয়নি??
Total Reply(0)
ফরহাদ ২৪ জুলাই, ২০২১, ১২:০৪ এএম says : 1
পল্লী সঞ্চয় ব্যাংকের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় অব্যাহত থাকবে কি? জানতে চাই।
Total Reply(0)
A M Razu Ahammed ২৪ জুলাই, ২০২১, ৫:২১ এএম says : 1
সিমিত আকারে সাস্হ্য বিধি মেনে সকল অফিস, কল কারখানা ও পরিবহণ চালু রাখাযেত।
Total Reply(0)
মোঃকুতুব উদ্দিন ২৪ জুলাই, ২০২১, ৭:৫৩ এএম says : 1
ব্র্যাক ব্যাংকের SME ঋণের কিস্তি আদায় অব্যাহত থাকবে কি? জানতে চাই।
Total Reply(0)
Md. Appel Mahmud ২৫ জুলাই, ২০২১, ৬:২৩ এএম says : 1
স্বল্প পরিসরে যেহেতু অফিস খোলা থাকছে। বিশেষ করর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর কথা বলছি। সেহেতু স্বল্প পরিসরে নিয়ম মেনে যানবাহন চলতে দিলে দোষের কি? পরিবহণ ব্যবস্থার সুরাহা না করে এভাবে অফিস খোলা রাখলে একদিকে যেমন অফিসগামিদের দুর্ভোগ বাড়ছে অপরদিকে তেমনিভাবে অনেক কর্মঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে।যাবাহন কম থাকায় কোথাও একেবারে না থাকায় অধিক খরচ গুনতে হচ্ছে অফিসগামিদের। করোনার সাথে যুদ্ধ করেই আমাদের টিকে থাকতে হবে তাই স্বাস্থ্য বিধি মেনে ই আমাদের বাকি পথ পাড়ি দিতে হবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন