শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২৮ কেজি ভোল মাছ ৪লাখ ৬২ ৭০০ টাকায় বিক্রি

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৪:০৩ পিএম

গভীর সমুদ্রে জেলের জালে  ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ।ওই মাছ বিক্রি করা হয়েছে ৬ লাখ ৬১ হাজার টাকা মন হিসেবে ২৮কেজি মাছ ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায়। শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে পাথরঘাটা
বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন খুলনার মৎস্য পাইকার
মো. জুয়েল।
 
মাছুম কোম্পানীর মালিকানা এফবি আলাউদ্দিন হাফিজ ট্রলারের মাঝি আবু জাফর বলেন, বৃহস্পতিবার (২২ জুলাই) গভীর সমুদ্রে জাল ফেলার সাথে সাথেই জাল টানাটানি শুরু করি। জাল টানা দেখে মনে হয়েছে বড় কোন মাছ আটকে পড়েছে। তাৎক্ষনিক আমরা জাল টানতেই বড়  ভোল মাছ পাই। আমরা আর দেড়ি না করে দ্রুত ঘাটে
আসি। শনিবার সকাল থেকেই মাছ প্রকাশ্য ডাক শুরু হলে দুপুর ১২টার দিকে ওই মাছটি ৬ লাখ ৬১ হাজার মণ দরে ২৮ কেজি মাছ ৩ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।
 
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। জানা গেছে, এ মাছের বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকেন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন