বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহানন্দায় মিলল ২৮ কেজির বাঘাইড়

পঞ্চগড় জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত নদী মহানন্দা থেকে জেলেদের জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। গতকাল রোববার দুপুরে উপজেলার সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে এ মাছটি জেলেদের জালে ধরা পড়ে।

জানা যায়, সীমান্তঘেষা নদী মহানন্দার পানি কমে যাওয়ায় দুপুরে ওই গ্রামের পাথর শ্রমিক হাসিনুরসহ আরোও কয়েকজন নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন ধরা পড়ে এই বাঘাইড় মাছটি। বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় করতে থাকে। অনেকের ধারণা মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে।
হাসিনুর বলেন , প্রতিবছরই নদীর পানি কমে গেলে বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ে। তবে এবারই প্রথম এতো বড় মাছ ধরা পড়ল। কয়েকজন মিলে মাছটি ধরায় বাসায় নিয়ে এসে সমান ভাগে ভাগ করে নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন