দৈনিক ইনকিলাবের সাংবাদিক আব্দুর রহিম গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার বিকেলে হাসপাতাল থেকে আব্দুর রহিমের বড় মেয়ে সাদিকা আফরোজ জানান, তার পিতার শরীর উন্নতির দিকে যাচ্ছে না। তার চিকিৎসকরা জানিয়েছেন, তাকে শিগগিরই হাসপাতালের আইসিইউতে নেয়া হবে।
তিনি গত কয়েক বছর যাবৎ রক্তের সমস্যা জনিত অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী এবং দুই কন্যাও করোনায় আক্রান্ত। তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আব্দুর রহিমের আশু রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন