স্টাফ রিপোর্টার : রাজধানীর পূর্ব নাখালপাড়া রেল লাইন সংলগ্ন কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ দখল থেকে ডিএনসিসির ৫০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।
গতকাল (বুধবার) দিনভর পরিচালিত অভিযানে নাখালপাড়া রেল লাইনের দুই পাশে রেল বিভাগ এবং সিটি কর্পোরেশনের জমিতে গড়ে উঠা অবৈধ কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির সম্পত্তি বিভাগ এ অভিযান পরিচালনা করে।
এ সময় মাছ বাজার ও পূর্ব নাখালপাড়া হাইস্কুলের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে প্রায় ৫০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন